Posts

মার্কেটিং কাকে বলে?

  Marketing  কাকে বলে? Definition (1): ব্যক্তিগত এবং প্রতিষ্ঠানগত লক্ষ্যসমূহ অর্জন করে এমন বিনিময় সৃষ্টির জন্য পরিকল্পনা, ধারণা নির্বাহ, মূল্যায়ন, প্রচার এবং ধারণা, পণ্য এবং সেবাসমূহ বন্টন করার প্রক্রিয়াকে  Marketing/মার্কেটিং  বা  বাজারজাতকরণ  বলা হয়। মার্কেটিং  হলো, যেকোনো ব্র্যান্ড (brand), ব্যবসা (business), পণ্য (product) বা সার্ভিস (service) কে, মার্কেটে ও জনসাধারণের মধ্যে প্রচার করার এবং সেগুলির demand ও value বৃদ্ধি করার উদ্দেশ্যে, করা একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়াতে, বিভিন্ন রকমের  মার্কেটিং  কৌশল ও স্ট্রেটাজি ব্যবহার করা হয়। মার্কেটিং কাকে বলে? মার্কেটিং শব্দটির সাথে আমরা সবাই পরিচিত যদিও এর বিস্তারিত আমাদের সবার জানা নেই।  মার্কেটিং ছাড়া বর্তমানে কোন ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত হতে পারেনা। সফল ব্যবসায়ী অবস্থানে পৌঁছাতে মূলমন্ত্র হচ্ছে সঠিক সুষ্ঠু এবং সুপ্রচলিত মার্কেটিং। আজ আমরা  মার্কেটিং কাকে বলে  একটু বিস্তারিতভাবে জানবো চলুন শুরু করা যাক। মার্কেটিং কি? মার্কেটিং হল কোন পণ্য,  ব্যবসা  ,সার্ভিস ,অথব...